বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মতবিনিময় 

বরগুনা প্রতিনিধি

বরগুনায় সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামী নেতাকর্মীদের মতবিনিময় 

বরগুনায় সাংবাদিকদের সঙ্গে জেলা জামায়াত ইসলামী ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার রাতে বরগুনা প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মো. মহিবুল্লাহ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সেক্রেটারি এসএম আফজালুর রহমান, জেলা শুরা ও কর্মপরিকল্পনা সদস্য মো. আনোয়ার হোসাইন, সদর উপজেলা আমির মাওলানা নুরুল আমিন, সহ সেক্রেটারি আসাদুজ্জামান আল মামুন, সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জহিরুল হাসান বাদশা, জাকির হোসেন মিরাজ, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সোহেল হাফিজ প্রমুখ।

সভায় জামায়াত নেতারা বলেন, তাদের কেউ যদি অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকে তাহলে ছবিসহ সংবাদ পরিবেশন করা জন্য বলা হয়েছে। জামায়াতে ইসলামী একটি আদর্শ সংগঠন। দীর্ঘবছর পর আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি। তাই সকলে মিলেমিশে দেশের কল্যাণে কাজ করবো।

বক্তারা বলেন, আমাদের কেন্দ্রীয় আমির ড. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। হিন্দু ও অমুসলিম ভাইদের নির্যাতন ধর্মীয় উপাসনালয়, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট যাতে না হয় সেজন্য আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। হিন্দু ভাইদের বাড়িঘর হতে শুরু করে বিভিন্ন উপাসনালয় আমরা প্রতিনিয়ত পাহারা দিয়ে যাচ্ছি।

টিএইচ